চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে ৮শ' ৫০কেজি জাটকা মাছ আটক করা হয়েছে। বিশেষ কম্বিং অপারেশন ১৫ টি রিংচাই জব্দ ও ২ টি জাগ উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি-২০২৬) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় যাত্রীবাহী একটি গাড়ি থেকে এসব জাটকা আটক করা হয়। একই দিন বিশেষ কম্বিং অপারেশন ধনাগোদা নদীর শিবপুর, নন্দলাল এলাকায় অভিযান পরিচালনা করে রিংচাঁই জব্দ ও জাগ উচ্ছেদ করা হয়েছে। আটককৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হয়। জব্দকৃত রিংচাঁই পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস,বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক,মতলব উত্তর মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মোশাররফ হোসেন। বিশেষ কম্বিং অপারেশনঅভিযান পরিচালনা করেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. হাকিম। বাংলাদেশ কোস্টগার্ডের মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. সানোয়ার হক জানান, জাটকা পাচার রোধে কোস্টগার্ড সবসময় মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাসতিনি বলেন, জাটকা রক্ষা করা শুধু আইনি দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ মৎস্য সম্পদ রক্ষার প্রশ্ন। জাটকা ধরা বন্ধ না হলে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।