বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ রামু ব্যাটালিয়ন গতকাল রামু মরিচ্যা যৌথ চেকপোষ্টে অভিযান পরিচালনা করেছে। এ সময় ২৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১ জন আসামীকে আটক করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নায়েব সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চেকপোষ্টে টহল তৎপরতা জোরদার করে একটি সন্দেহজনক বাস থামানো হয়। এফডিএমএন মোঃ সাহেদ (১৯), পিতা- মোঃ ওসমান গনি, গ্রাম- বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং ১০, ব্লক-জি-১৫, থানা- উখিয়া, জেলা- কক্সবাজাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে । তাকে তল্লাশী করে হাতে থাকা ব্যাগের ভিতর বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭২ লক্ষ টাকা মূল্যের বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-র পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ।