নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৬, ১০:২৮ পিএম
নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, অভিযুক্তকে পিটিয়ে হত্যা
ছবি, সংগৃহিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে আমেনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত মেহেদী ইসলামকে (৩২) স্থানীয়রা গণপিটুনি দিলে মৃত্যু হয়।

উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো মোড় এলাকায় শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার বাবুল দেওয়ান এর স্ত্রী। এছাড়া গণপিটুনিতে নিহত অভিযুক্ত মেহেদী ইসলাম বিরাবো খালপাড় এলাকার রেজাউল করিমের ছেলে। তিনি একজন টাইলস মিস্ত্রি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেরাবো এলাকার মুদি মনিহারি ব্যবসায়ী বাবুল দেওয়ান নিজ বাড়িতে পাকা বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ে টাইলস নির্মাণের কাজ দেওয়া হয় বিরাবো খালপাড় এলাকার রেজাউল করিমের ছেলে মেহেদী ইসলামকে। সেই থেকে কাজের সুবাদে সেই বাড়িতে মেহেদী আসা-যাওয়া করতো। শুক্রবার বিকেলে বাবুল দেওয়ানের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি করে নিয়ে যাওয়ার সময় মেহেদী ইসলামকে হাতেনাতে ধরে ফেলেন আমেনা বেগম। একপর্যায়ে পালিয়ে যাওয়ার জন্য ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমের গলায় ছুরিকাঘাত করে মেহেদী। আমেনা বেগমের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ও অভিযুক্তকে আটক করে। পরে এলাকাবাসী আমেনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আমেনা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার জেলার সংবাদ পড়তে