শোকজের জবাব মামুনুলের, বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ১১:৩৮ এএম
শোকজের জবাব মামুনুলের, বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’
ছবি, সংগৃহিত

ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেয়া কারণ দর্শানোর নোটশের জবাব দিয়েছেন।

তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের লিখিত ব্যাখ্যা শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে দিয়েছেন।

মামুনুল হক গণমাধ্যমকে জানান, তাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে অপসাংবাদিকতার স্বীকার হয়েছেন বলে ইসিকে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “কমিশনে বলেছি- আমি গণভোটে ‘হ্যা’ ভোট দেয়ার জন্য লিফলেট দিয়েছি। কিন্তু নিজস্ব আসনের জন্য কোনো প্রচারণা চালাইনি। লিখিত জবাবের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।”

এর আগে গত ১৪ জানুয়ারি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসি।

নোটিশে বলা হয়, আপনি মো. মামুনুল হক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। আপনি গত ১৩ জানুয়ারি বিকেল ৫টায় অনুসারীদের নিয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন মর্মে ঢাকা পোস্ট অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের (১২ ফেব্রুয়ারি) তিন সপ্তাহ সময়ের আগেই নির্বাচনি প্রচার-প্রচারণা, যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৩ ও ১৮ এর লঙ্ঘন।

এ অবস্থায় উল্লিখিত বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে নিজে বা একজন প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে নির্দেশনা দেয়া হয়।

আপনার জেলার সংবাদ পড়তে