ইন্দুরকানীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ পিএম
ইন্দুরকানীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের ইন্দুরকানীতে পৃথক অভিযানে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতের অভিযানে মোঃ এমাদুল শেখ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাইজোড়া এলাকার বাসিন্দা। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আরেক অভিযানে তাকরিমুল হক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি পিরোজপুর সদর থানার বাদুরা গ্রামের বাসিন্দা মাওলানা সাইফুল্লাহ হক এর ছেলে। তার কাছ থেকেও ৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।  এ ঘটনায় ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ শামীম হাওলাদার জানান গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে