ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ব্যক্তি উদ্যোগে সংস্কার করা হয়েছে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা। উপজেলার ব্রাহ্মণশাসন নোয়াব খাঁ মেম্বারের বাড়ি থেকে হালদার পাড়া পর্যন্ত রাস্তার অসংখ্য গর্ত ও খানাখন্দে মাটি ভরাট করা হয়েছে।দীর্ঘদিন ধরেই রাস্তার এ বেহাল অবস্থায় থাকলেও সংস্কার করা হচ্ছিলো না। জানা যায়,উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন নোয়াব খাঁ মেম্বারের বাড়ি থেকে হালদার পাড়া পর্যন্ত জনসাধারণের একমাত্র রাস্তাটি চলাচল অযোগ্য হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয় কৃষকসহ এলাকাবাসী। রাস্তাটি চলাচল উপযোগী করার জন্য উদ্যোগ নেন নুরপুর গ্রামের মনু মিয়ার সর্দার ও হালদরপাড়া একতা সমাজ কল্যান যুব সংগঠন। সরজমিনে দেখা যায় গত বুধবার থেকে শনিবার পর্যন্ত বেকো দিয়ে রাস্তাটি মেরামত করা হয়। এসময় রাস্তা সংস্কার প্রসঙ্গে হাজ্বী মোহাম্মদ আবু আলী,হাজ্বী আদিল মিয়া,মঞ্জুর আলীসহ স্থানীয় লোকজন জানান,আমাদের গ্রামেরই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেও এ রাস্তায় কাদামাটিতে একাকার হয়ে উঠে পুরো রাস্তা। এতে ব্রাহ্মণশাসন নোয়াব খাঁ মেম্বারের বাড়ি থেকে হালদার পাড়া পর্যন্ত কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ফলে গ্রামের লোকজন দুর্ভোগ পোহাচ্ছিলো। হালদরপাড়া একতা সমাজ কল্যান যুব সংগঠনের সভাপতি আবদুল মান্নান জীবন ও সাধারণ সম্পাদক আমীর আমজা বিল্লাল জানান, আমাদের সংগঠনের সহযোগিতায় গ্রামের বিশিষ্ট সর্দার মনু মিয়ার উদ্যোগে ও তার নিজস্ব অর্থায়নে ওই কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। মনু মিয়া সর্দার জানান, ব্রাহ্মণশাসন নোয়াব খাঁ মেম্বারের বাড়ি থেকে হালদার পাড়া পর্যন্ত প্রায় এক কিলোমিটার রেকর্ডভুক্ত রাস্তা ২০০৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান এম এ হান্নান রাস্তাটি তৈরি করেন। এই রাস্তা দিয়ে ব্রাহ্মণশাসন গ্রাম ও নুরপুর গ্রামের একাংশ কৃষি জমিতে যাওয়ার প্রধান রাস্তা এবং হালদার পাড়ের ৭ শতাধিক মানুষের একমাত্র রাস্তা। দীর্ঘদিন ধরে এ রাস্তাটি মেরামত না হওয়ায় জনসাধারণের চলাচল অনুপযোগী হয়ে পড়ে। জনসাধারণের স্বার্থে হালদরপাড়া একতা সমাজ কল্যান যুব সংগঠনের সহযোগিতায় আমার ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি মেরামত করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন,উপজেলার গোকর্ণ ইউনিয়নের ব্রাহ্মণশাসন নোয়াব খাঁ মেম্বারের বাড়ি থেকে হালদার পাড়া পর্যন্ত ব্যক্তি উদ্যোগে রাস্তার সংস্কার করায় তাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, খোঁজ-খবর নিয়ে ওই রাস্তা উন্নত ভাবে সংস্কারের পদক্ষেপ নেয়া হবে। তবে এসব সামাজিক কাজে সরকারের পাশাপাশি বিত্তবান সবাইকে এগিয়ে আসা উচিত।