মানবাধিকার রক্ষা এবং সামাজিক উন্নয়নের প্রত্যয় নিয়ে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ (ডঐজঙ)-এর রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করেছে কেন্দ্রীয় কার্যালয়। সংগঠনটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন এবং মহাসচিব মো: আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটিতে আয়েশা আক্তার লিজা-কে সভাপতি এবং মোসাঃ ফাতেমা আক্তার-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: মোসাঃ মরিয়ম বেগম, সহ-সভাপতি: মো: রিয়াল ইসলাম ও ফারহানা ফারুক নাজ, যুগ্ম সাধারণ সম্পাদক: মো: মোস্তাফিজুর রহমান (মিলন) ও আবির রায়হান, সাংগঠনিক সম্পাদক: আমানুল্লাহ আমান (বিবেক)। কমিটির কার্যক্রমকে গতিশীল ও সঠিক দিকনির্দেশনা দিতে তিন সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টারা হলেন- অ্যাডভোকেট এনামুল হক, আনজুমান আরা (লিপি) এবং মো: জহুরুল ইসলাম (বাবু)। ৩১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে মো: সামিউল ইসলাম (সাফি), কোষাধ্যক্ষ হিসেবে জানে আলম ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো: আরিফুল ইসলাম এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে মেহেদী হাসান বিজয় দায়িত্ব পেয়েছেন। এছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তথ্য-প্রযুক্তি এবং নারী ও শিশু বিষয়ক বিভিন্ন সম্পাদকীয় পদে দক্ষ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, রাজশাহীতে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করাই হবে এই কমিটির প্রধান লক্ষ্য। আগামী এক বছর তারা অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।