মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৫ পিএম
মুক্তিযোদ্ধা লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জামালপুরের মেলান্দহের মালঞ্চ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাঈদুর রহমান লেবু মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। প্রায় ১ মাস আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এম.এ. রশীদ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জানুয়ারি রাত ১০টার দিকে ইন্তেকাল করেন। ইন্নানিল্লাহি...রাজেউন। তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক ছিলেন।  ১৭ জানুয়ারি বাদ জোহর মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল মাদ্রাসা মাঠে জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতির নেতৃত্বে  পুলিশ বাহিনীর একটি দল গার্ড অব অনার প্রদান করেন। নামাজকালে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত, শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, উপজেলা কমান্ডার হামিদুল হক, যুদ্ধকালিন কমান্ডার আ: করিম, জেলা প্রশাসনের প্রতিনিধি সিভিল সার্জন ডা. আব্দুল আজিজ, কেন্দ্রীয় জামালপুর-৩ আসনের বিএনপি’ মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জামাতের মনোনীত প্রার্থী মাও. মুজিবুর রহমান আজাদী প্রমুখ।