স্বাধীন সাংবাদিকতার নতুন সুযোগ এসেছে: ডেইলি স্টারের সম্পাদক

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:০৩ পিএম | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৯ পিএম
স্বাধীন সাংবাদিকতার নতুন সুযোগ এসেছে: ডেইলি স্টারের সম্পাদক
ছবি, সংগৃহিত

স্বাধীন সাংবাদিকতার নতুন সুযোগ এসেছে ৫ আগস্টের পর। জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করার সময় এসেছে। একইভাবে সাংবাদিকতার একটা নতুন গণতান্ত্রিক, বলিষ্ঠ ন্যায়পরায়ণ, এথিক্যাল জার্নালিজম করার সময় এসছে বলে জানিয়েয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। 

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে আজ (১৭ জানুয়ারি) সকাল ১০টায়  যৌথভাবে সম্মেলনের আয়োজন করে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহফুজ আনাম বলেন, ‘যারা সংবাদ মাধ্যমে বিনিয়োগ করেন, তারা এটিকে অন্য ব্যবসায়ের বিনিয়োগের মতো দেখবেন না। সংবাদ মাধ্যমেকে সুযোগ দিলে এটি বিকশিত হবে। এটিকে শুধু ব্যবসায় হিসেবে দেখলে, সংবাদপত্র চ্যালেঞ্জের মুখে পড়বে।’

তিনি বলেন, ‘স্বাধীন জুডিসিয়ারি ও স্বাধীন সংবাদ মাধ্যম একে অপরেরর পরিপূরক। কোর্ট অব কনটেম্পটের মতো ক্ষমতা যেন স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধে ব্যবহার না করা হয়, সেই আহ্বান জানাচ্ছি।

সরকারের উদ্দেশে তিনি বলেন, আপনাদের দলের লোক আপনাকে সত্য তথ্য দেবে না ভয়ে, আমলারা দেবে না, ইনটেলিজেন্সও দেবে না। তারা সব সময় আপনাকে প্রশংসার মধ্যে প্রশংসার জগতে আবদ্ধ রাখবে। সঠিক তথ্য সংবাদ মাধ্যম আপনাদের জানাবে। এজন্য এটিকে সুরক্ষা দিতে হবে। সত্যিকার অর্থে উদারপন্থি দৃষ্টিভঙ্গি রাখলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে।

ডেইলি স্টার সম্পাদক বলেন, ‘সরকার আপনি যে বাজেট নিয়ন্ত্রণ করেন-লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট। আপনি একমুহূর্তের জন্য মনে করবেন না, এই টাকা আপনার। এই টাকা হচ্ছে ট্যাক্স পেয়ারদের, এই টাকা হচ্ছে জনগণের। আপনি কীভাবে সেটা ব্যবহার করছেন, অবশ্যই আপনাকে আমরা সমর্থন করব যেখানে সুন্দর সঠিক গণতান্ত্রিক এবং প্রো পিপল প্রজেক্ট হবে, কিন্তু ওই প্রজেক্ট যদি করাপশনের মূল জায়গা হয়ে যায়, এ কথা কিন্তু আপনাকে স্বাধীন সাংবাদিকতা বলবে।’

সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, একজনের ওপর হামলা হলে অন্যজনে কথা বলে না। যেমন- আবুল আসাদের ওপর হামলা হলো, আমরা কথা বলি নাই। এখন মাহফুজ আনাম আর মতিউর রহমানের ওপর হামলা হলে অন্যরা কথা বলছে না। এটি হতে পারে না। আমরা ঐক্যবদ্ধভাবে এসব মোকাবিলা করবো।

আপনার জেলার সংবাদ পড়তে