শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৪:১১ পিএম
শৈলকুপায় সার সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

সারের ডিলারশীপ বাতিল এবং সার সিন্ডিকেটের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা শহরের কবিরপুর তিন রাস্তা মোড়ে শৈলকুপাবাসীর ব্যানারে এতে বিভিন্ন এলাকার কৃষকরা অংশ নেয়। এসময় ৫ দফা দাবি জানিয়ে সার সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়। বিক্ষোভ সমাবেশে আয়োজক সংগঠনের আহ্বায়ক কৃষক সংগঠক অ্যাড. লাবাবুল বাসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতা মিজানুর রহমান বাবলু, সেলিম রেজা ঠান্ডু,  রাশেদ আহমেদ, কৃষক আব্দুর রহিম, বিশারত হোসেন, হাবিবুর রহমান, জহুরুল ইসলামসহ প্রমুখ। বক্তারা বলেন, ‘প্রতিবছর পেঁয়াজসহ ফসলের মৌসুমে সংকট তৈরি করে উচ্চমূল্যে সার বিক্রি করে সার সিন্ডিকেটকারীরা। ফলে সাধারণ কৃষক বঞ্চনার শিকার হয়। তাই প্রকৃত কৃষকের ডেটাবেইজ করা, সারের সুষ্ঠু বন্টন, সরকারি দামে সরাসরি কৃষক পর্যায়ে সার সরবরাহ, ন্যায্য দাম নিশ্চিত ও প্রান্তিক কৃষকের জন্য সহজ ঋনের ব্যবস্থাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সার সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন কৃষক নেতৃবৃন্দরা।

আপনার জেলার সংবাদ পড়তে