বগুড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে ১৭ই জানুয়ারি শনিবার বগুড়ার শেরপুর বৈদ্যুতিক গ্রীড উপকেন্দ্র ৩৩ কেভি বাসবার ও মহিপুর, ছোনকা, ভবানীপুর এবং ধুনট ৩৩ কেভি ফিডারের রক্ষণাবেক্ষণ এবং রাইট অফ ওয়ের কাজ করা হয়। উক্ত কাজের তত্ত্বাবধান করেন শেরপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(ওএন্ডএম) মোঃ আব্দুল আওয়াল, ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডল, ডিজিএম কারিগরি মোঃআহসান হাবিব বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ সহকারি প্রকৌশলী মোঃ মিজানুর রহমান প্রমুখ। এ ব্যাপারে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডল সাথে কথা বললে তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্যই আমাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে।