নওগাঁর পত্নীতলায় ১৭ জানুয়ারী শনিবার দুপুর ১২টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মো. সামসুজ্জোহা খাঁন এনজিও প্রতিনিধিদের সহিত মতবিনিময় করেছেন। বিএনপি দলীয় কার্যালয় নজিপুর সরদার পাড়া মোড়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় কর্মরত এনজিও সমুহের প্রায় ৪০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় মতামত প্রদান করেন বিএসডিও’র কর্মসূচী সমন্বয়কারী মো. আতাউর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী মো. আছির উদ্দিন, নওগাঁ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজিজার রহমান,আলোহা সোস্যাল সার্ভিসেস এর সহকারী ব্যবস্থাপক আয়েশা খাতুন, ভার্ক এর ব্যবস্থাপক আব্দুর রহমান, কারিতাস এর ব্যবস্থাপক একরামুল হক, চকনিরখিন মিশনের ব্যবস্থাপক সুবাস মার্ডী প্রমুখ। মতবিনিময়কালে মো. সামুজ্জোহা খাঁন তাঁর বক্তব্যে বলেন, এনজিও প্রতিনিধিদের সাথে তৃণমুলের মানুষের যোগাযোগ নিবিড়। এনজিও কার্যক্রম বাংলাদেশে প্রসংসনীয়। আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হলো আপনারা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করবেন যাতে তাঁরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারে। তিনি বলেন, এনজিওরা দেশের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৮ দফা নিয়ে এগিয়ে যাচ্ছে। যার মধ্যে অন্যতম হলো-বিএনপি ক্ষমতায় গেলে কৃষি কার্ড দেওয়া হবে। যার মাধ্যমে কৃষকরা কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি এবং ব্যাংক থেকে কৃষি উৎপাদনের জন্য বিনাসুদে ঋণ সুবিধা পাবেন। স্বাস্থ্য খাতে গ্রাম পর্যায়ে ১ লাখ কর্মী নিয়োগ করা হবে। যার ৮০ ভাগই হবে নারী। ঈমাম, মুয়াজ্জিম, পুরোহিত, মিশনের মাষ্টারদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থা করা হবে ইত্যাদি। তিনি আরো বলেন, যারা সংখ্যালঘু শ্রেণীর মানুষ আছেন তাদের উচিত হবে কোন দলকে সমর্থন দেওয়ার আগে তাদের পুর্বের ইতিহাস ঘেটে দেখা। তিনি এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দায়িত্ব হলো মানুষকে ভোট কেন্দ্রে নিয়ে আসা ভোট দেওয়ার সিদ্ধান্ত তাদের।