সৈরাচার জনগনের নেতা হতে পারেনা : ভিসি ড. আব্দুল লতিফ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৭ পিএম
সৈরাচার  জনগনের নেতা হতে পারেনা : ভিসি ড. আব্দুল লতিফ
জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ বলেছেন, ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে। তাই তারা আজ জন্ম ভূমিতে নেই। জন্ম ভূমি ছেড়ে পালিয়েছে। সৈরাচার ও নির্যাতনকারী কখনো জনগনের নেতা হতে পারেনা। বিএনপি সৈরাচারীকে পচ্ছন্দ করেনা। বিএনপি গণমানুষের দল। বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা, জাতীয় ঐক্যের প্রতিক, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, জিয়া পরিষদের প্রধান উপাদেষ্টা এবং আপসহীন দেশনেত্রী। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাঘা মোজাহার আলী ডিগ্রী কলেজ মাঠে বেগম খালেদা জিয়ার স্বরণ সভা ও দোয়া মহফিল স্বরণ সভা ও দোয়া মহফিল অনুষ্টানে এ কথা বলেছেন তিনি। উপজেলা জিয়া পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম। উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু, জেলা জিয়া পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আকতার হোসেন। শফিকুল ইসলাম ছানা ও শাহানা সুলতানার সঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাকসুদুর রহমান লিটন, জেলা ছাত্রনেতা ওয়ালিউল্লাহ পরাগ, এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকার, উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল তফি, সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল গণি প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আবু বক্কর সিদ্দিক।
আপনার জেলার সংবাদ পড়তে