রাজশাহী-৬ : জাতীয় পার্টির প্রার্থী ইকবালের প্রার্থিতা বৈধ

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১৭ জানুয়ারী, ২০২৬, ০৯:৩১ পিএম
রাজশাহী-৬ : জাতীয় পার্টির প্রার্থী ইকবালের প্রার্থিতা বৈধ
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। ১১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিলের মাধ্যমে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার আপিল মঞ্জুর করে প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এর আগে মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ের দিনে প্রার্থীর অঙ্গিকার নামা না থাকার কারণে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেনের মনোনয়ন ফরম বাতিল করেছিলেন। এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করলে, তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। এ আসনে ইকবাল হোসেনসহ বৈধ প্রার্থী চারজন। প্রার্থী হলেন-বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক, জেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব ইকবাল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাঘা উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সালাম সুরুজ। বাঘা ও চারঘাট উপজেলা নিয়ে রাজশাহী-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।
আপনার জেলার সংবাদ পড়তে