গাজীপুরে স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স সমাপ্ত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ১২:৪৮ পিএম
গাজীপুরে স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স সমাপ্ত

গাজীপুরে ৪ দিন ব্যাপী ১৫৩ তম স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্স সমাপ্ত হয়েছে।  গতকাল ১৮ জানুয়ারী রবিবার দুপুর ১২ টায় গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ৪ দিন ব্যাপী স্কিল কোর্সের সমাপনী করেন প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটস এর সাবেক যুগ্ন নির্বাহী পরিচালক ও স্কিল কোর্স লিডার স্কাউটার তৌহিদ উদ্দিন আহম্মেদ। এসময় বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের স্কাউটার ও প্রশিক্ষক মনীন্দ্র কুমার বিশ্বাস এলটি, স্কাউটার ও প্রশিক্ষক মোঃ শহীদুল ইসলাম মোল্লা এলটি, ফরিদপুর জেলা স্কাউটস এর স্কাউটার ও কোর্স কাউন্সিলর শাহীদুর রহমান বাবু এলটি, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের স্কাউটার মোহাম্মদ কায়েস এলটি, কমল কান্তি গোপ এএলটি, চট্রগ্রাম স্কাউটস এর ইউনিট লিডার উডব্যাজার সিএলটি সম্পন্নকারী কোর্স প্রশিক্ষক স্কাউটার ইমরান হাসান রাসেল,  চাপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর স্কাউটার মোহাঃ আব্দুল হাই ফারুকী এএলটি, প্রশিক্ষণার্থী আশফাকুর রহমান মোরশেল, রিফাত আফছানা পাখি, ইসলামিক ফাউন্ডেশনের উপসচিব মোঃ গোলাম কবীর, মোস্তফা কামাল রতন প্রমূখ বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষকগণ ছাড়াও স্কাউট ইউনিট লিডার স্কিল কোর্সের প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে