টাঙ্গাইলের ভূঞাপুরে ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বায়তুল উলুম মাদরাসার উদ্যোগে ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ী প্রদান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) মাদরাসা ময়দানে বাদ আছর থেকে শুরু হওয়া এ মাহফিল রবিবার মধ্যরাতে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, ভূঞাপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াসসহ দলীয় নেতৃবৃন্দ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন মুফতি সাইফুল ইসলাম সাইফী। তিনি কোরআন ও হাদিসের আলোকে দ্বীনের মৌলিক শিক্ষা ও নৈতিকতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। এছাড়াও ওয়াজ ও বয়ান পেশ করেন মুফতি সালিম আহমাদ এবং মুফতি শহিদুল ইসলাম ভূঞাপুরী। মাহফিলে ১৯ জন হাফেজ ও ৪ জন হাফেজাকে বরকতময় পাগড়ী প্রদান করা হয়। এরসময় এলাকার বিভিন্ন স্থান থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।