নীলফামারী জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারি পুলিশ লাইন্স ড্রিল সেডে ওই কল্যাণ সভার আয়োজন ছিল। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম,পিপিএম । কল্যাণ সভায় উপস্থিত ছিলেন,বিভিন্ন পদমর্যাদার অফিসার। এ সময় ফোর্সের সুবিধা অসুবিধার বিষয়গুলো কর্মকর্তারা মন দিয়ে শোনেন এবং তা সমাধানের যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এসময় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের (কনস্টেবল হতে এএসআই নিরস্ত্র) র্যাঙ্ক ব্যাজ পরিধান করান সেই সাথে পদোন্নতিপ্রাপ্তদের দায়িত্ব ও নিষ্ঠার সহিত কাজ করার আহ্বান জানান। কল্যাণ সভা শেষে দুপুরে পুলিশ অফিস নিলফামারীর কনফারেন্স রুমে গত বছরের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।