ক্ষেতলালে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এফএনএস (মোঃ হাসান আলী মন্ডল; ক্ষেতলাল, জয়পুর হাট) :
| আপডেট: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ পিএম | প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৬ পিএম
ক্ষেতলালে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

ক্ষেতলালে মামুদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারী) বাদ জোহর মাহমুদপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্যাস তুলী মেলা প্রাঙ্গনে অদুরে এ দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন জয়পুরহাট রেলগেট জামে মসজিদের পেষ ঈমান মৌলানা রুহুল আমিন। মোনাজাত শেষে উপস্থিত নারীপুরুষ মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়েছে।  দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা বিএনপির সভাপতি খালেদ মাসুদ আঞ্জুমান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী আসিক পার্থ, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি প্রভাষক আব্দুল আলিম, সাধারণ সম্পাদক  নাফিউল হাদী মিঠু। মামুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নুরুন্নবী, তুলশীগঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়ারেছুল মজিদ কদর,বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি রেজ্জাকুল হায়দার, সাধারণ সম্পাদক  হান্নান মন্ডলসহ মামুদপুর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের অঙ্গসংগঠনের নেতবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে