চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর ১৮ দফা দাবিতে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল রবিবার বেলা ১০টায় র্যালীটি রহনপুর পৌর এলাকার বাগদুয়ার পাড়াস্থ সংগঠনের কার্যালয় থেকে বের করা হয়। র্যালিটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। সেখানে বক্তব্য দেনন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ( ইনসাব) গোমস্তাপুর উপজেলা শাখা সভাপতি মোঃ সাইদ আলি, সহ-সভাপতি মোঃ সেন্টু ও আলমগীর, সাধারণ সম্পাদক আঃ কাদের, সহ সাধারণ সম্পাদক এস্তাব আলী প্রমুখ । আলোচনা সভায় শ্রমিকদের ১৮টি দাবী উপস্থাপন করা হয়। দাবিগুলো বাস্তবায়ন জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।