স্পেনে দ্রুতগতির দু’টি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০১:৩৪ পিএম
স্পেনে দ্রুতগতির দু’টি ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯
ছবি, সংগৃহিত

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। এমন ঘটনায় শেষ পাওয়া তথ্য অনুযায় ৩৯ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন শতাধিক।

স্পেনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম আরটিভিই’র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে সোমবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানানো হয়।

স্পেনের রেল কর্তৃপক্ষ অ্যাডিফ জানিছে, স্থানীয় সময় রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের কাছে লাইনচ্যুত হয়। এসময় বিপরীত লাইনে ঢ়ুকে উল্টো দিক থেকে আসা আরেকটি ট্রেনকে ধাক্কা দেয়। ফলে ওই ট্রেনটিও লাইনচ্যুত হয়।

রেল কর্তৃপক্ষ জানায়, দুটি ট্রেনে চার শতাধিক যাত্রী ছিল। আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৭৩ জনকে হাসপাতালে নেয়া হয়েছে-যাদের মধ্যে চার শিশুসহ ২৪ জনের অবস্থা গুরুতর।

উদ্ধারকারী দল জানিয়েছে, ট্রেন দুমড়ে-মুচড়ে যাওয়ায় জীবিতদের ও মৃতদেহ উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে।

ট্রেন দুর্ঘটনায় শোক জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, স্পেন আজ ‘গভীর বেদনার রাত’ সহ্য করতে হবে।

দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে বলেন, ঘটনাটি ‘অত্যন্ত অস্বাভাবিক’ মনে হচ্ছে, তবে এখনো এর আনুষ্ঠানিক কারণ জানা যায়নি। কী ঘটেছিল তা নির্ধারণ করতে তদন্তে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।