মেঘনায় গলাকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ পিএম
মেঘনায় গলাকাটা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার মেঘনা বাজার সংলগ্ন এলাকা থেকে গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা নৌ পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মন্ডল জানিয়েছেন-হিজলা থানা পুলিশের কাছে খবর পেয়ে রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে গলাকাটা অবস্থায় অজ্ঞাত  যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গৌতম চন্দ্র মন্ডল আরও জানিয়েছেন-নিহত যুবকের বয়স ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তবে  ঘটনাস্থল থেকে একটি জেলে নৌকা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পাশাপাশি লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।