বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানীর ৩৫ বছরে পদার্পণ ও ৩৪ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী ) বিকেলে ৩ টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক জনবানী পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি এনামুল হক এনামের সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি সবুজ চৌধুরী, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাংবাদিক উন্নয়ন সোসাইটির সভাপতি উৎপল মালাকার,সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাওন, সম্মিলিত সাংবাদিক জোটের প্রধান সমন্বয়ক রঞ্জন কুমার দে,বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি সরোয়ার জাহান,আনন্দ টেলিভিশন প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন। পরে উৎসবমুখর পরিবেশে পত্রিকাটির বর্ষপূর্তির কেক কাটেন অনুষ্ঠানের অতিথিরা। আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক জনবানী নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক জনপ্রিয়তা অর্জন করেছে।