ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সাধারন মানুষের মধ্যে ভোটের শঙ্কা কাটাতে গত দু’দিন ধরে বিভিন্ন রাস্তার মোড়ে বসানো হচ্ছে সেনা বাহিনীর চেক পোষ্ট। সাথে রয়েছেন থানা পুলিশ। এসব চেক পোষ্টে রাস্তায় চলমান মটরযান, সন্দেহভাজন দুর্বৃত্ত বখাটে ও অবৈধ মালামাল বহনকারী যানগুলো তল্লাশি চালানো হচ্ছে। এতে উপজেলায় অবৈধ অস্ত্রমুক্ত ও সন্ত্রাসীদের আনাগোনা রোধ হচ্ছে বলে সাধারনরা স্বস্তি প্রকাশ করছেন। জানা যায়, সোমবার বিকেলে উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাবতলা নামক তিন রাস্তার মোড়ে চেক পোষ্ট বসানা হয়। এর আগে সদরপুর ও চরভদ্রাসন দুই উপজেলার সিমান্তবর্তী এলাকা তালতলা ব্রীজের গোড়ায় চেক পোষ্ট বসানো হয়। এসব চেক পোষ্টের মাধ্যমে রাস্তায় চলমান যানগুলোর সন্দেহভাজ যাত্রী ও মালামাল তল্লাশি সহ কাগজ পত্র যাচাই করা হয়। এতে উপজেলায় অবৈধ অস্ত্র, মালামাল ও সন্ত্রাসী অনুপ্রবেশ রোধ হচ্ছে বলে জানা যায়। সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর সক্রিয় ভুমিকায় চরভদ্রাসন উপজেলার মানুষের মাঝে আবারও ভোটের আস্থা ফিরতে শুরু করেছে। সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতি ও প্রশাসনের কঠোর নজরদারিতে উপজেলায় সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরী হচ্ছে। একই সাথে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যাশিত অবস্থানে ফিরতে শুরু করেছে। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের সদস্যগণ উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র নিয়মিত পরিদর্শন ও পর্যালোচনা করে চলেছেন। চরভদ্রাসন উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের দুর্গম এলাকা গুলিতে দেশীয় যান ব্যবহার করে সেনাবাহিনীর টহল ও অভিযান চলমান রয়েছে। গত ক’দিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর অভিযান চলমান থাকার ফলে উপজেলার বিভিন্ন পেশাজীবীর মধ্যে স্বস্তির আবহ বিরাজ করছে বলেও জানা গেছে। এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি ঘটাতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে”।