কারও মা, কারও দাদি-কিন্তু শেষ পর্যন্ত পরিচয়হীনই থেকে গেলেন তিনি। চাঁদপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। মৃত্যুকালে তার বয়স আনুমানিক সত্তর বছর বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই মোহাম্মদ মোখলেছুর রহমান। তিনি জানান, রবিবার (১৮ জানুয়ারি) দিনগত রাত পৌনে ১টার দিকে সদর মডেল থানাধীন শাহ মোহাম্মদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহতলী এলাকায় মুরাদেন দোকানের ভেতর থেকে ওই বৃদ্ধার নিথর দেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত দুই মাস ধরে ওই বৃদ্ধাকে এলাকাটিতে ভবঘুরের মতো ঘুরে বেড়াতে দেখা যেত এবং মানুষদের কাছ থেকে চেয়ে খেতো। নাম কিংবা ঠিকানা জানতে চাইলে তিনি কিছুই বলতে পারতেন না। নীরব চোখে তাকিয়ে থাকতেন, যেন নিজের পরিচয়টুকুও কোথাও হারিয়ে ফেলেছিলেন তিনি। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, অজ্ঞাতনামা ওই বৃদ্ধার লাশ ময়নাতদন্ত শেষে মানবিক দায়িত্বের অংশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, অজ্ঞাতনামা এই বৃদ্ধার পরিচয় শনাক্তে কেউ কোনো তথ্য জানলে চাঁদপুর সদর মডেল থানার সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। নীরবে চলে যাওয়া এই বৃদ্ধার জীবনের গল্প হয়তো আর জানা যাবে না। তবে সমাজের এক প্রান্তে হারিয়ে যাওয়া মানুষদের দায়িত্ব আমাদের সবার।