পত্নীতলায় খড়ি বাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা মেয়ের

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২৬, ০৯:৪১ পিএম
পত্নীতলায় খড়ি বাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা মেয়ের

নওগাঁর পত্নীতলায় ১৯ জানুয়ারী রাত আনুমানিক ৮ টায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের করুণ মৃত্যু হয়েছে। উপজেলা সদর নজিপুর পৌরসভার প্রাণকেন্দ্র চার মাথা বাসষ্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেলে থাকা গৃহিণী খাতিজা (২৭) এবং তার ৮ বছর বয়সী শিশু সন্তান ফাতেমা জান্নাত মারা যান। তবে ঘটনাক্রমে বেঁচে চান মোটর সাইকেলের চালক কাউসার (৩৪)। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গেছে। প্রতক্ষদর্শীরা জানান, খড়ি বোঝাই একটি ট্রাক সাপাহার রোড দিয়ে চারমাথা পার হওয়ার নজিপুর চারমাথার সন্নিকটে সাপাহার রোডে নিহত খাতিজা, ফাতেমা ও কাউসার ট্রাকের নীচে চাপা পড়ে। এ সময় তারা নজিপুর থেকে মোটর সাইকেল যোগে নিজ গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে তারা এই দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে বিক্ষোভ শুরু করলে নজিপুর থেকে সাপাহার, ধামইরহাট, বদলগাছী ও নওগাঁর সাথে নজিপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রায় ঘন্টা খানিক পর সেনাবাহিনীর টিম এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে থানা পুলিশ ট্রাকটি আটক করে থানায় নেয়। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য স্থানীয় জনতা সড়কের উপর অবৈধ পাকিং, অনুমোদনহীন চার্জার এর নিয়ন্ত্রণহীন চলাচল এবং সড়কের উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখাকে দায়ী করেছেন এবং সড়ক জানযট মুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে