ক্ষুব্ধ এলাকাবাসী

তানোরে কালভার্টের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী
| আপডেট: ২০ জানুয়ারী, ২০২৬, ০৬:২১ পিএম | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:১১ পিএম
তানোরে কালভার্টের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ
রাজশাহীর তানোরে একটি কালভার্টের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে এলাকায় স্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, তানোর পৌর সদরের গোল্লাপাড়া বাজারের দক্ষিণে আস্তুলের মোড় এলাকায় রাজশাহী টু তানোর মেইন সড়কের পূর্ব পাশে একটি ছোট কালভার্ট রয়েছে, যার পূর্বদিকের মুখ দিয়ে দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশন হয়ে আসছে। ওই সরকারি ড্রেনের মুখ বন্ধ করে স্থানীয় বাসিন্দা আবুল সোনার গত বুধবার থেকে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। এরই মধ্যে মার্কেটের ফাউন্ডেশনের ঢালাই ও পিলার স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, কালভার্টের মুখ বন্ধ করে মার্কেট নির্মাণ করা হলে ওই এলাকায় পানি চলাচল বন্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এতে আশপাশের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা। স্থানীয়রা অবিলম্বে নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছেন। তবে, আবুল সোনার দাবি করেছেন, নিজের জমিতেই সব নিয়ম মেনে মার্কেট নির্মাণ করা হচ্ছে এবং পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন নেওয়া রয়েছে। যদিও স্থানীয়দের অভিযোগ, এর আগেও একই স্থানে মার্কেট নির্মাণের চেষ্টা করে তিনি বাধার মুখে পড়েছিলেন। এ বিষয়ে তানোর পৌরসভার কার্যসহকারী মাহবুব রহমান জানান, প্রায় ১০ বছর আগে আবুল সোনার প্ল্যান অনুমোদন নিলেও নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর তা হালনাগাদ করা হয়নি। পৌর প্রশাসকের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ বিষয়ে তানোর পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বিষয়টি তিনি অবগত নন। অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
আপনার জেলার সংবাদ পড়তে