নজরুল হত্যাকান্ডের তদন্ত দাবিতে সংবাদ সম্মেলন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৪:২১ পিএম
নজরুল হত্যাকান্ডের তদন্ত দাবিতে সংবাদ সম্মেলন

বাকবিতান্ডের জেরে ছুরিকাঘাতে ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নজরুল ইসলাম (৪০) হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তপূর্বক সুষ্ঠ বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় হত্যাকান্ডের ঘটনাটি দু:খজনক উল্লেখ করে মরহুমের মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপির উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নজরুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তপূর্বক সুষ্ঠ ন্যায় বিচার, দলীয় প্রার্থী সৈয়দ এমরান সালেহ পিন্সের বিরুদ্ধে অপপ্রচার, কুটক্তি এবং বিএনপির নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি নজরুল হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তপূর্বক সুষ্ঠ বিচার দাবি করছি। এ ঘটনার সাথে যে বা যারাই জড়িত, তাদের বিচারের আওতায় আনা হোক। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আওয়ামী লীগের কায়দায় বিএনপি নেতাকর্মীসহ আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে, যা খুবই দুঃখজনক। এমনকি উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ ঘটনার সাথে জড়িত নয় এমন ব্যাক্তিদের নামে মামলা দেওয়া হয়েছে। মূলত মিথ্যা মামলা দিয়ে আমার নির্বাচনী মাঠকে বিনষ্ট করার এবং নির্বাচনকে কলুষিত করার একটি অপচেষ্টা করা হচ্ছে। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক এবং যুগ্ম আহবায়ক হুমায়ন কবির সরকারকে উদ্দেশ্যমূলকভাবে মামলায় আসামি ধানের শীষের নির্বাচনকে বাধাগ্রস্থ করার ষড়যন্ত্র হচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।  সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম কাজল, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রব্বানী সুমন, আঃ কুদ্দুস, গাজিউর রহমান, হাবিবুর রহমান, আ. ওয়াহেদ তালুকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুস শহীদ, উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলার প্রমূখ। প্রসঙ্গত, এর আগে গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার এরশাদ বাজার এলাকায় নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিকসহ বিএনপির ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।