পাবনার চাটমোহর পৌর সদরের দোলং মহল্লায় গত সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় গাঁজাসহ এক মাদকসেবীকে আটক করেন এলাকাবাসী। পরে তাকে পুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকে আদালত দুই মাসের কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এ সময় জব্দকৃত গাঁজা ধ্বংস করে ফেলা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী সোমবার রাতে এই দন্ডাদেশ দেন। দন্ডিত মাদকসেবী হলেন,দোলং মহল্লার মফিজ মোল্লার ছেলে মনির হোসেন (২৮)। এলাকাবাসী তাকে ৬ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্ত মনিরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।