রায়গঞ্জে সরকারি পুকুরের মাটি বিক্রি

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৭ পিএম
রায়গঞ্জে সরকারি পুকুরের মাটি  বিক্রি

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী সরকারি নয়পুকুরের মাটি রাতের আঁধারে বিক্রি করছে। ১৮ জানুয়ারি  দিবাগত রাতে পুকুর সংস্কারের মাটি বিক্রি করছে একটি কুচক্রী মহল। নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের (রাজস্ব) হ্যাচারী কমপ্লেক্সের ২ এর পশ্চিম পাশের গেট দিয়ে ট্রাক যোগে মাটি গোপনে বিক্রি হয়েছে। সরকারি বিধি বিধান লঙ্ঘন করে মাটি বিক্রি হচ্ছে কিন্তু নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সরকার ঘটনার বিষয়ে অবগত নন। সরেজমিনে গিয়ে ও তথ্য সূত্রে জানা যায়, পুকুর খননের মাটি ট্রাক যোগে পশ্চিম গেট দিয়ে বের হয়েছে তা আবার রাতে ধারণকৃত ভিডিও চিত্রে প্রমান মেলে। সংরক্ষিত এলাকায় রাতের আঁধারে কে বা কাহার যোগসাজশে মাটি বিক্রি হচ্ছে বলতে পারে না কেউ। তবে কি সরিষার মধ্যেই ভূত, এমন প্রশ্ন এলাকাবাসীর। ৩৪ টি পুকুর সংস্কারের তথ্য পাওয়া গেলেও কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজ পেয়েছে সে তথ্য দিতে নারাজ সিনিয়র সহকারী পরিচালক। প্রকল্পের মাটি বিক্রি করার বিধান আছে কিনা, এমন প্রশ্নের জবাবে নিমগাছী মৎস্য চাষ প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মাসুদ রানা সরকার বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারীর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিপ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে