সিংড়ায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৫:৪৭ পিএম
সিংড়ায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সদস্য সচিবের বাসভবনে এই দোয়ার আয়োজন করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল। দোয়া মাহফিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৩ সিংড়া আসনের ধানের শীষে মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হাসান ডাবলু, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিরাদুল ইসলাম, সিংড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর মোহাম্মদ মাস্টার প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ।

আপনার জেলার সংবাদ পড়তে