রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক। আজ ২০ জানুয়ারী মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের শেষ সময়ে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, রাজশাহীর ছয়টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রার্থীরা রয়েছেন। এদিকে জামায়াত নেতৃত্বাধীন জোটে রয়েছে এবি পার্টি। তবে রাজশাহী-১ আসনে এবি পার্টির আব্দুর রহমান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পাশাপাশি তারাও ভোটের মাঠে থেকে গেলেন।
নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের কোনোটিতেই জামায়াতের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নেই। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে তিনটি প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন।