পত্নীতলায় মা-মেয়ে জীবণের বিনিময়ে যানজটমুক্ত রাজপথ

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) : | প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৬, ০৮:১৭ পিএম
পত্নীতলায় মা-মেয়ে জীবণের বিনিময়ে যানজটমুক্ত রাজপথ

নওগাঁর পত্নীতলায় মা- মেয়ের জীবণের বিনিময়ে অবশেষে এলাকাবাসী পেল যানজটমুক্ত পরিচ্ছন্ন ও নিরাপদ সড়ক। সোমবার রাত ৮ টায় ট্রাক চাপায় নজিপুর পৌর সদর চার মাথায় মা- মেয়ের স্পট মৃত্যুর পর কার্যত পাল্টে গেছে গোল চত্বরের দৃশ্যপট। মঙ্গলবার সকাল থেকেই প্রশাসনের কড়া নজরদারির কারণে চার মাথা বাসষ্ট্যান্ডে কোন চার্জার, অটোভ্যান ও সিএনজি অবৈধভাবে দাঁড়াতে পারেনি। সড়কের পাশ থেকে নির্মাণ সামগ্রি অপসারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নজিপুর চারমাথায় মোতায়েন করা হয় ট্রাফিক পুলিশ। প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ পথচারীদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে। নজিপুর চারমাথা বাসষ্ট্যান্ডকে যানজটমুক্ত ও পথচারীদের জন্য নিরাপদ রাখার জন্য প্রশাসনের এই নজরদারি অব্যাহত রাখার দাবী জানিয়েছেন এলাকাবাসী। দেরীতে হলেও এ ধরণের উদ্যোগ গ্রহণকে এলাকাবসী সাধুবাদ জানালেও এই পরিস্থিতি কতদিন থাকবে তা নিয়েও সংশয় ব্যক্ত করেছেন অনেকেই। এদিকে মঙ্গলবার ২১ জানুয়ারী সকাল ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ও বিকেল ৪ টায় সাধারণ জনতা নিরাপদ সড়কের দাবীতে নজিপুর চারমাথায় এক শান্তিপুর্ণ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে তাঁরা যানজটমুক্ত শহর নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহবান জানান। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা একটি অন্যতম স্থান। নজিপুরের উপর দিয়ে নওগাঁ থেকে ধামইরহাট, সাপাহার, পোরশা ও বদলগাছী উপজেলায় যাতায়াত করতে হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই শহরের রয়েছে ঐতিহ্য। এখানে বিজিবি ক্যাম্প, ফায়ার ষ্টেশন, সরকারী স্কুল ও কলেজসহ রয়েছে নানা স্থাপনা। এ কারণে পাশের উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষকে নজিপুরে আসতে হয়। সম্প্রতি নজিপুর সড়ক প্রশস্ত করা হলেও ফুটপাতের অবৈধ দখলদার ও অপরিকল্পিত পার্কিং এর কারণে জনগণের চলাচলের পথ সংকীর্ণ হয়ে পড়ে। অবৈধ দখলদারিত্বের কারণে নজিপুর চার মাথায় ছোট খাট দুর্ঘটনা ঘটে আসছিলো। এ কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী অবৈধ ফুটপাত উচ্ছেদ পৃথক বাস ষ্ট্যান্ডের দাবী জানিয়ে আসছিল। এরই মধ্যে ১৯ জানুয়ারী সোমবার রাত ৮ টায় নজিপুর চার মাথায় কাঠবাহী ট্রাকের নীচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী খাতিজা (২৭) এবং তাঁর ৮ বছর বয়সী মেয়ে ফাতেমা জান্নাত মারা যান। এ ঘটনায় সাধারণ নাগরিকসহ প্রশাসনকে চরমভাবে নাড়া দেয়। নজিপুরের ব্যস্ততম চারমাথা বাসষ্ট্যান্ড পথচারীদের জন্য নিরাপদ রাখতে স্থানীয় উপজেলা প্রশাসন এই কঠোর অবস্থান ধরে রাখবেন এমনটাই প্রত্যাশা করছেন এলাকার সচেতন সমাজ। এদিকে সড়ক দুর্ঘটনায় মা- মেয়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কোন পক্ষের উদাসীনতার কারণে সড়কে যেন এমন করুণ আর হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি না দেখতে হয় এমনটাই কথা এখন সকলের মুখে মুখে।

আপনার জেলার সংবাদ পড়তে