বিদ্যালয়ে নিরাপত্তা ঝুঁকি, সীমানা প্রাচীর নির্মাণের দাবি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ১১:০৪ এএম
বিদ্যালয়ে নিরাপত্তা ঝুঁকি, সীমানা প্রাচীর নির্মাণের দাবি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১৭ নং চেংঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন থেকে চরম  নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি অরক্ষিত পুকুর পানিতে টইটুম্বুর অবস্থায় থাকায় শিশুদের জন্য তা মারাত্মক বিপজ্জনক। পূর্ব দিকে রয়েছে ব্যস্ততম চেংঙ্গুটিয়া-রাংতা সড়ক। যেখানে গতি নিয়ন্ত্রণ কিংবা সতর্কীকরণের কোন চিহ্ন নেই। ফলে রাস্তা পারাপারের সময় কোমলমতি শিশুদের নিয়ে চরম উদ্বিগ্ন তাদের অভিভাবকরা। স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন, এই পরিস্থিতিতে বিদ্যালয়টি মরণফাঁদের মাঝামাঝি অবস্থানে রয়েছে। শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করা জরুরি হয়ে পরেছে। যেকারণে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অভিভাবক কহিনুর বেগম বলেন, প্রতিদিন শিশুরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পুকুরের পাশে কোনো বেড়া না থাকায় আমরা সবসময় আতঙ্কে থাকি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল হাওলাদার জানান , বিষয়টি গুরুত্ব বিবেচনা করে বিগত দুইবছর আগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে