"প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে পাবনার চাটমোহরে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রাশেদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গণি,ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,শিক্ষক খুরশিদ আলম মিলন,প্রভাষক রফিকুল ইসলাম,উপজেলা হিসাব রক্ষণ অফিসার সাজ্জাদ হোসেন,প্রধান শিক্ষক শাহিদা সুলতানা লিপি,চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা,সাংবাদিক শুভাশীষ ভট্টাচার্য তুষার,অঞ্জনা খাতুন প্রমুখ। সেমিনারে বলঅ হয় চাটমোহর উপজেলাতে ১০৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থী ভাতা পায়। সচেতনতার অভাবে অনেকে এই ভাতা নিতে পারছেনা। শিক্ষার্থী ও অভিভাবকদের অনাগ্রহ ে প্রাতিষ্ঠানিক জটিলতার ভয় রয়েছে তাদের মধ্যে। আবার অনেকে শিক্ষা উপবৃত্তির ভাতাবাদ দিয়ে প্রতিবন্ধী ভাতার জন্য আসেন। সেমিনারে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির বিষয়ে সচেতনতা গড়ে তোলার উপর জোর দেন বক্তারা।