রায়গঞ্জে খাল ভরাট করে বাড়ি করার পায়তারা

এফএনএস (টি এম কামরুজ্জামান লাবু; রায়গঞ্জ, সিরাজগঞ্জ) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:৩৮ পিএম
রায়গঞ্জে খাল ভরাট করে বাড়ি করার পায়তারা

সিরাজগঞ্জ রায়গঞ্জের মোজাফফর পুর এলাকার করতোয়া সরকারি খাল ভরাট করে বাড়ি করার পায়তারা করছে। গত ১৯/০১/২৬ সরেজমিনে গিয়ে দেখা যায়, চান্দাইকোনা ইউনিয়নের মোজাফফর পুর সরকারি খালে রাতের আঁধারে মাটি ভরাট করেছে একটি কুচক্রী মহল। দেওভোগ বাজার থেকে মোজাফফর পুর দক্ষিণ পাড়া থেকে ধলজান রাস্তার  আব্দুল মজিদ তালুকদারের বাড়ির সাথে খালে মাটি ভরাট করছে। এলাকাবাসী আব্দুল মতিন ও আয়েশা খাতুন বলেন,সরকারি রাস্তার গাছ কেটে শনিবার রাতে কয়েকজন ট্রাক দিয়ে মাটি ফেলেছে বাড়ি করার জন্য। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন  ২০২৩ অনুযায়ী জেলা প্রশাসকের অনুমতি ছাড়া  জমি বা সরকারি খাল ভরাট করলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আইনকে  বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালী মহল রাতের আঁধারে মাটি ভরাট করছে। এতে যেমন পানির গতিপথ পরিবর্তন হবে তেমনি এক জনের দেখাদেখি  আরেকজন খাল ভরাট করলে এক সময় পানির স্বাভাবিক প্রবাহ থাকবে না। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাসুদ রানা বলেন,এ বিষয়ে আমি জানি না, ইউনিয়ন সহকারী (ভূমি) ফিরোজ আহমেদকে নির্দেশ দিচ্ছি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য।

আপনার জেলার সংবাদ পড়তে