ত্রয়োদশ সংসদ নির্বাচন

নওগাঁ-১ আসনে লড়বেন ৫ প্রার্থী

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) :
| আপডেট: ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৫:২৫ পিএম
নওগাঁ-১ আসনে লড়বেন ৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষে এই আসন থেকে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছেন সহকারি রির্টানিং কর্মকর্তা পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। অপরদিকে বুধবার জেলা রির্টানিং কর্মকর্তা ওই ৫ জন সংসদ সদস্য প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন, বিএনপি মনোনয়ন প্রাপ্ত প্রার্থী মোস্তাফিজুর রহমান (ধানের শীষ), জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম (দাড়িপাল্লা), বিএনপি'র বহিস্কৃত নেতা সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা: ছালেক চৌধুরী (মোটরসাইকেল), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাও: আব্দুল হক শাহ্ (হাতপাখা) ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী কালু (লাঙ্গল)। এর আগে মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত এ আসন থেকে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে