নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সাথে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জানুয়ারি বিকেলে ধামইরহাট ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক নওগাঁ-২ আসনের সাবেক এমপি মো. সামসুজ্জোহা খান। এ সময় বক্তব্য রাখেন, ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, বীর মুক্তিয়োদ্ধা ও প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ আলম, ইয়াকুব আলী, আব্দুদ দাইয়ান, আব্দুর রশীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির সভাপতি মো. সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সভাপতি আবু ইসা প্রমুখসহ সকল দুই শতাধীক মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।