নাটোর-৩ সিংড়া আসনের ধানের শীষ মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কোন ছাড় নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সততা ও দেশপ্রেম কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান তিনি। বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সদস্য সচিবের বাসভবনে উপজেলা ও পৌর ছাত্রদল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, শহর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার, ফায়সাল আহমেদ সম্রাট, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান প্রমূখ। দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি মাওলানা আসাদুজ্জামান আসাদ।