আজ সরাইলে আসছেন তারেক রহমান

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:১৯ পিএম
আজ সরাইলে আসছেন তারেক রহমান

গত কয়েকদিন ধরেই চলছে সাজ সাজ রব। বিভিন্ন সেক্টরের শ্রমিকদের কাজের ব্যস্ততা। জেলা উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মাঠ পরিদর্শন। দলীয় চেয়ারম্যান আসছেন। স্বচোখে কাছ থেকে উনাকে দেখবেন। সেই স্বপ্ন ও আশায় আনন্দে ভাসছেন স্থানীয় নেতা কর্মী ও সমর্থকরা। দীর্ঘ অপেক্ষার পর আজ কিছুক্ষণ পরই সেই মাহেন্দ্রক্ষণ। আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আসছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি’র সাবেক চেয়ারপার্সন তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার পুত্র দলটির বর্তমান চেয়ারম্যান তারূণ্যের অহংকার তারেক রহমান। চেয়ারম্যান হওয়ার পর এই জেলায় এটা তাঁর প্রথম সফর। তাই এই জনসভাকে ঘিরে গোটা জেলায় বিরাজ করছে উৎসবের আমেজ। বিকেল চারটায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল সদরের কুট্রাপাড়া খেলার মাঠে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে উনার বক্তব্য রাখার কথা রয়েছে। পরিচয় করিয়ে দিবেন জেলার ৬টি আসনে নিজ দল ও জোটের ৬ প্রার্থীকে। তাদের পক্ষে ভোটের মাঠে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিবেন নেতাকর্মীদের। দলীয় নেতার মুখের নির্দেশনা শুনার অপেক্ষায় আছেন জেলার লাখ লাখ মানুষ। প্রশাসন ও দলীয় একাধিক সূত্র জানায়, পূর্ব ঘোষিত সময়েই আজ সরাইলে আসছেন বিএনপি’র বর্তমান চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। দীর্ঘদিন পর এই জেলায় বিএনপি দলীয় প্রধানের উপস্থিতিতে জনসভা হচ্ছে। এর আগে তিনি সিলেটের শাহাজালালের মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরূ করেছেন। ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে সরাইলের কুট্রাপাড়ায় দুই একরের খোলার মাঠকে সভার জন্য সিলেক্ট করেছেন জেলা বিএনপি। বৃহস্পতিবার সকালে সিলেট থেকে রওনা হয়ে পথিমধ্যে মৌলভীবাজার ও শায়েস্থাগঞ্জে পথ সভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত কুট্রাপাড়া খেলার মাঠের সভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে ওইদিন বিকাল ৪টায়। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসন জেলা উপজেলা বিএনপি গত দুই সপ্তাহ ধরে ব্যস্ত রয়েছেন। মাঠের উত্তর পাশে বিশাল আকৃতির মঞ্চ তৈরীর কাজ চলছিল গত সপ্তাহ দিন ধরে। নিরাপত্তা বেষ্টনি মাইক সিসি ক্যামেরা লাগানো কোনটিরই কমতি নেই। মাঠের চারিদিকে বিভিন্ন ভবনে গাছে ও সড়কে চলছিল ব্যানার ফেস্টুন ঝুলানোর প্রতিযোগিতা। কে কত বড়টি লাগাবেন। কার ছবিটি সবচেয়ে সুন্দর ও বড় হবে। এসব কাজের গতি প্রকৃতি দেখতে প্রতিদিন সকাল বিকাল মাঠে ছুটে এসছেন জেলা উপজেলা বিশেষ করে সরাইল উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ। ইতিমধ্যে কয়েক দফা জেলা বিএনপি’র সভাপতি সদর আসনের (ব্রাহ্মণবাড়িয়া-৩) দলটির এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাবেক সভাপতি ও পৌরমেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সিনিয়র সহসভাপতি জহিরূল হক খোকন,  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি দলীয় জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জুনাঈদ আল হাবিব, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র সহসভাপতি ও উপজেলা বিএনপি’র সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, জেলা বিএনপি’র সাবেক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য মো. আনোয়ার হোসেন, জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. নুরূজ্জামান লস্কর তপু ও  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সেক্টরের কর্মকর্তরা একাধিকবার মাঠটি পরিদর্শন করছেন।   মঞ্চ ও মাঠের নিরাপত্তা নিশ্চিত রাখতে রাতেও অবস্থান করেছেন প্রশাসনের লোকজন। সরাইল উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সহসভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর বলেন, দলীয় প্রধানের এই জনসভাকে সফল করার জন্য সর্বাত্বক প্রস্তৃতি নিয়েছি। বিএনপি’র চেয়ারম্যানের এই জেলায় এটি প্রথম জনসভা। এর আগে তিনি যুগ্ম মহাসচিব থাকাকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে পথ সভা করেছিলেন। আজকের সভায় সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন। সভায় তিনি জেলার ছয়টি নির্বাচনী এলাকার বিএনপি ও জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। এছাড়া সভায় এই জেলার সর্বোচ্চ পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন। জেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ইতিমধ্যে সভার মঞ্চ, মাঠ সাজানো ও নিরপত্তার জন্য সকল কাজ সম্পন্ন হয়েছে। দলীয় প্রধানের এই জনসভায় নেতাকর্মী সমর্থকসহ ৪-৫ লাখ লোকের সমাগম ঘটবে। আমি সকলকে অনুরোধ করব দেশনায়ক তারেক রহমানকে যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে আমাদের সকলের ও জেলার সম্মান রক্ষার্থে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সফলভাবে যেন সভাটি শেষ করতে পারি। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার আ: রউফ বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ওই জনসভাকে ঘিরে সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে