বলিউডে চাঞ্চল্য, গুলির মামলায় আটক কামাল রশিদ খান

এফএনএস বিনোদন
| আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৬ পিএম | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০১:৫৪ পিএম
বলিউডে চাঞ্চল্য, গুলির মামলায় আটক কামাল রশিদ খান

মুম্বাইয়ের আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে বলিউড অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব কামাল রশিদ খান ওরফে কেআরকে-কে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার পর থেকেই বলিউড অঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানায়, রোববার (১৮ জানুয়ারি) ওশিওয়ারার নালন্দা সোসাইটি নামের একটি বহুতল ভবনের দিকে পরপর দুটি গুলি ছোড়া হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনের দ্বিতীয় তলায় একজন লেখক-পরিচালকের ফ্ল্যাট এবং চতুর্থ তলায় একজন মডেলের ফ্ল্যাটের কাছে বুলেটের অংশ উদ্ধার করা হয়। সৌভাগ্যবশত, ওই ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার পর ওশিওয়ারা থানার নেতৃত্বে ১৮ সদস্যের একটি বিশেষ তদন্ত দল এবং একাধিক ক্রাইম ব্রাঞ্চ ইউনিট যৌথভাবে অনুসন্ধান শুরু করে। শুরুতে সিসিটিভি ফুটেজে কোনো স্পষ্ট সূত্র না মিললেও ফরেনসিক পরীক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। তদন্তকারীদের মতে, উদ্ধার করা বুলেটের দিকনির্দেশ ও প্রযুক্তিগত বিশ্লেষণে স্পষ্ট হয় যে গুলিগুলো কেআরকের বাংলো থেকেই ছোড়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে কেআরকে-কে ওশিওয়ারা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে তিনি স্বীকার করেছেন যে তাঁর লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছুটে যায়। জোন ৯-এর ডেপুটি কমিশনার অব পুলিশ দীক্ষিত গেদাম বলেন, “অভিযুক্ত জানিয়েছেন, অস্ত্র পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গুলি বেরিয়ে আসে।” পুলিশ ইতিমধ্যে তাঁর বন্দুকটি জব্দ করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

ওশিওয়ারা থানার এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্তের বয়ান নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন এমন ঘটনা ঘটল এবং এতে অন্য কোনো উদ্দেশ্য জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিতর্কিত মন্তব্য ও সোশ্যাল মিডিয়ায় আক্রমণাত্মক বক্তব্যের জন্য আগেও বহুবার আলোচনায় ছিলেন কেআরকে। এবার গুলির ঘটনায় গ্রেপ্তার হওয়ার খবরে তাঁর ব্যক্তিগত ও পেশাগত ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলিউড মহলে।