হলিউড ছোঁয়া বিক্রান্ত ম্যাসির ‘হোয়াইট’, গান গাইবেন জেনিফার লোপেজ

এফএনএস বিনোদন
| আপডেট: ২৪ জানুয়ারী, ২০২৬, ০৪:৪৮ পিএম | প্রকাশ: ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:৩০ পিএম
হলিউড ছোঁয়া বিক্রান্ত ম্যাসির ‘হোয়াইট’, গান গাইবেন জেনিফার লোপেজ

বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির ক্যারিয়ারে যোগ হতে চলেছে এক ব্যতিক্রমী আন্তর্জাতিক অধ্যায়। তাঁর অভিনীত আসন্ন থ্রিলার বায়োপিক সিনেমা ‘হোয়াইট’-এর থিম সং বা অ্যান্থেম গাইতে চলেছেন বিশ্বখ্যাত সুপারস্টার জেনিফার লোপেজ। তবে এই ছবিতে তাঁকে অভিনেত্রী হিসেবে নয়, কণ্ঠশিল্পী হিসেবেই শোনা যাবে।

সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করছেন মহাবীর জৈন। ‘হোয়াইট’ মূলত ইংরেজি ও স্প্যানিশ ভাষায় নির্মিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেনিফার লোপেজের গাওয়া গানটি এই দুই ভাষার সংমিশ্রণেই রেকর্ড করা হবে। গানটির ভাবনায় থাকবে বিশ্ব শান্তি, প্রেম ও মানবিক একতার বার্তা। অনুপ্রেরণা হিসেবে ধরা হয়েছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান ‘হিল দ্য ওয়ার্ল্ড’-কে।

ছবিটির শুটিংয়ের বড় অংশ ইতোমধ্যেই শেষ হয়েছে। দক্ষিণ আমেরিকায় সম্পন্ন হয়েছে প্রায় ৯০ শতাংশ দৃশ্যধারণ। সিনেমার মূল কাস্ট ও টেকনিক্যাল টিমেরও বড় একটি অংশ আন্তর্জাতিক। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন জুয়ান কার্লোস গিল, যিনি জনপ্রিয় সিরিজ ‘নারকোস’-এর কাজের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় মুক্তি পাবে। পরে আরও ২১টি ভাষায় ডাবিং করে বিশ্বজুড়ে প্রদর্শনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‘হোয়াইট’-এ বিক্রান্ত ম্যাসিকে দেখা যাবে শ্রী শ্রী রবিশঙ্করের চরিত্রে। চরিত্রটির প্রস্তুতির অংশ হিসেবে গত মার্চে তিনি বেঙ্গালুরুর আর্ট অব লিভিং আশ্রমে শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সফরে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী শীতল ঠাকুর ও ছেলে বর্দান। ওই সময় হিনা খান ও তাঁর সঙ্গী রকি জয়সওয়ালও আশ্রমে উপস্থিত ছিলেন। শীতল ঠাকুর সামাজিক যোগাযোগমাধ্যমে এই সফরের বেশ কিছু ছবি শেয়ার করেন, যা ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।

জেনিফার লোপেজের কণ্ঠে এই থিম সং ছবিটিকে আন্তর্জাতিক পর্যায়ে আলাদা মাত্রা দেবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে দুই পক্ষের আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এর আগে ‘টুয়েলভথ ফেল’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার জেতেন বিক্রান্ত ম্যাসি। সেই সাফল্যের পর ‘হোয়াইট’ ঘিরে দর্শক ও সিনেপ্রেমীদের আগ্রহ আরও বেড়েছে। আন্তর্জাতিক সংগীত তারকার সংযুক্তি এই আগ্রহকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।