বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী উপজেলায় আর্মি ও পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্র, মাদকসেবনের সরঞ্জাম ও মোবাইল সহ তিন জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় দিকে মেজর ইয়াসির আরাফাতের নেতৃত্বে গৌরনদী উপজেলার টরকি বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের নিজবাসা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাদককারবারি মোহাম্মাদ শামিম দেওয়ান(৪১), তার স্ত্রী তামান্না আক্তার (৩২)। মোহাম্মাদ শামিম দেওয়ান গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের মোহাম্মাদ সহিদুল ইসলামের ছেলে। অন্য দিকে আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকার মো.কালাম আকনের ছেলে সিরাজুল ইসলাম (২৩)। সেনাবাহিনী মেজর ইয়াসির আরাফাত জানা যায়, অভিযানে মোহাম্মাদ শামিম দেওয়ানের বসতবড়ির ঘর তল্লাশি চালিয়ে বিপুল ইয়াবা, একটি রাম দা, দুটি দা, দুটি চাপাতি, তিনটি চাকু, একটি সিজার, দুটি পাসপোর্ট, আটটি জাতীয় পরিচয়পত্র, সাতটি বাটন মোবাইল ফোন, দশটি স্মার্টফোনসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।আটক ব্যক্তিদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আগৈলঝাড়া ও গৌরনদী থানায় হস্তান্তর করা হয়েছে। আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক সুশংকর মিল্লক জানান,সিরাজুল ইসলামের কাছ থেকে দেশীয় অস্ত্র সহ ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। গৌরনদী থানা অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল জানান, সেনাবাহিনী আটক করে থানায় দিলে পুলিশ বাদি হয়ে তাদে বিরুদ্ধে মাদক আইনে মামলা নেয়া হয়েছে।