মির্জানগর যুব কল্যান পরিষদের আত্মপ্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল ৪টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সাবেক সভাপতি ও গোপালপুর আলী হায়দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন কুমার ভৌমিক এর সভাপতিত্বে ও মো: জাহের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা শিক্ষা অফিসার ডক্টর আবু কায়েস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন মিন্টু, মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জয়ন্ত কুমার ভৌমিক,সাংবাদিক এস এম রিজোয়ান, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাইফুর রহমান রাসেল, মির্জানগর সূর্য তরুন ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সম্পাদক, জাগরণী টেলিভিশন ও মুসলিম টাইমস পত্রিকার নোয়াখালী প্রতিনিধি নাসির উদ্দীন মিরাজ, সাবেক মেম্বার খলিলুর রহমান,মোঃ সারোয়ার সহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন, যুব কল্যাণ পরিষদের সদস্য বৃন্দ সহ অনেকে। যুব কল্যাণ পরিষদের পক্ষ থেকে গ্রামের অন্ধকার সড়ক গুলোতে সোলার লাইট বসানোর উদ্যোগ গ্রহণ করা হয়। পরে অতিথি বৃন্দ আলো জ্বালিয়ে উদ্বোধন করেন।