দৌলতপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৩৭ পিএম
দৌলতপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ

কুষ্টিয়ার  দৌলতপুরে কুষ্টিয়া-১দৌলতপুর আসনের বিএনপির দলীয় প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচনী গণ সংযোগ ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়। রবিবার দিনব্যাপী উপজেলার আদাবাড়িয়া  ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন ধানের শীষের পদ প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এসময় তিনি নারী পুরুষ ও তরুণসহ সবার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।  নির্বাচনী গণসংযোগকালে দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক  আতাউর রহমান, আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃরুস্তম আলী,ইউনিয়ন বিএনপি সভাপতি শহিদুল ইসলাম, দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ রুহুল কুদ্দুস,  মোঃআজমল হোসেন, আসিফ শিশির মোল্লা, মোঃ ফজলুর রহমান,অধ্যাপক ফরজ উল্লাহ, দৌলতপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সুরাইয়া আক্তার কাজলী, রাশেদুল হক শামীম, এম, বেনজির আহমেদ বাচ্চু, মাহবুবুর রহমান,ছাত্রদলের আহ্বায় মাসুদুজ্জামান রুবেল  সহ স্থানীয় বিএনপির অংক সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী গণসংযোগকালে বাচ্চু মোল্লা এলাকার উন্নয়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশের উন্নয়নে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার আহ্বান জানান। এসময় বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে এবং তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হলে সারা বাংলাদেশে উন্নয়ন ত্বরান্বিত হবে।