সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৯ পিএম
সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও জ্ঞানী প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইনসাফ মঞ্চের উদ্যোগে জনগণের ন্যায়বিচার, মৌলিক-মানবাধিকার, নিরাপত্তা, কর্মসংস্থান, বাক স্বাধীনতা, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে নিবন্ধিত, অনিবন্ধিত দল ও স্বতন্ত্র এমপি প্রার্থীদের নিয়ে একটি জাতীয় নির্বাচনকালীন ঐক্য-২০২৬ ইনসাফ মঞ্চ এর আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোঃ শামীম কামাল -আহ্বায়ক, ইনসাফ মঞ্চ ও চেয়ারম্যান, জনতার দল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিএলডিপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, সংগঠনের প্রথম যুগ্ম আহ্বায়ক ও গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার, সংগঠনের প্রধান সমন্বয়কারী ও সদস্য সচিব, সম্মিলিত গণতান্ত্রিক দলের চেয়ারম্যান গাজী মোস্তাফিজুর রহমান, সংগঠনের মুখপাত্র ও জনতার দলের প্রধান সমন্বয়কারী ডেলএইচ খান, সংগঠনের উপদেষ্টা ও জনতার দলের মহাসচিব মোঃ আযম খান, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোমেনা খাতুন। এছাড়াও সংগঠনের শরীক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এমপি প্রার্থীরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবীরা উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে