নির্বাচনী রাজনীতির প্রচলিত স্লোগান কিংবা আনুষ্ঠানিকতার বাইরে এক মানবিক দৃশ্য, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরীর জন্য দোয়া ও সমর্থন চাইতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন তাঁর একমাত্র কন্যা মেহরীন আনহার উজমা। একজন রাজনীতিবিদের কন্যা হিসেবে নয়, বরং একজন দায়িত্বশীল সন্তানের আবেগ, বিশ্বাস ও দায়বদ্ধতা নিয়ে তিনি কথা বলছেন মানুষের সঙ্গে।
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে তিনি সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। প্রবীণদের কাছে বাবার জন্য দোয়া চান, তরুণদের সঙ্গে এলাকার ভবিষ্যৎ উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং গৃহবধূদের কাছ থেকে শোনেন তাদের নিত্যদিনের জীবনসংগ্রাম ও প্রত্যাশার কথা।
গণসংযোগকালে মেহরীন আনহার উজমা বলেন, আমি রাজনীতিবিদ হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে আপনাদের কাছে এসেছি। আমার বাবা অধ্যাপক আসলাম চৌধুরী আজীবন সততা ও আদর্শ নিয়ে রাজনীতি করেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
তিনি আরও বলেন, তাঁর বাবার স্বপ্ন একটি শান্তিপূর্ণ, বিভেদহীন ও উন্নত সীতাকুণ্ড। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং মৌলিক নাগরিক সুবিধা সবার জন্য নিশ্চিত থাকবে। এই স্বপ্ন বাস্তবায়নে জনগণের সমর্থনই সবচেয়ে বড় ভরসা বলে উল্লেখ করেন তিনি।
এই গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁর সঙ্গে থাকলেও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া ছিল চোখে পড়ার মতো। অনেকেই আবেগাপ্লুত হয়ে জানান, দীর্ঘদিন পর কোনো প্রার্থীর পরিবারের সদস্যকে এভাবে সরাসরি মানুষের কাতারে এসে কথা বলতে দেখছেন তারা।
একজন প্রবীণ ভোটার বলেন,আমরা শুধু একজন প্রার্থীকে নয়, তাঁর পরিবারকেও মানুষের পাশে দেখছি। মেয়ের মুখে বাবার জন্য দোয়া চাওয়ার এই দৃশ্য আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, অধ্যাপক আসলাম চৌধুরীর রাজনৈতিক সততা, অভিজ্ঞতা ও জনবান্ধব ভাবমূর্তির পাশাপাশি তাঁর কন্যার এই মানবিক ও আবেগী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। তাদের মতে, মানুষের সঙ্গে এই আন্তরিক সম্পর্ক আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।