কৃষকদের ঘরে ঘরে যেতে হবে: আফরোজা খান রিতা

এফএনএস (মোঃ মোতালেব হোসেন; সাটুরিয়া, মানিকগঞ্জ) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৬ পিএম
কৃষকদের ঘরে ঘরে যেতে হবে: আফরোজা খান রিতা

বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মানিকগঞ্জ ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, “পদ নিয়ে বসে থাকলে হবে না। কৃষকদের দ্বারে দ্বারে যেতে হবে। ধানের শীষের পক্ষে সংগঠিতভাবে কাজ করতে হবে।”

সোমবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের খলিল তালুকদারের বাড়িতে আসন্ন জাতীয় নির্বাচনী  প্রচারণায় সভায় তিনি এসব কথা বলেন।

আফরোজা খানম রিতা আরো বলেন, “ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে গিয়ে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষ যাতে আমাকে বিচার দেয়, আপনার নেতাকর্মীরা বার বার ভোট চাচ্ছে। বার বার যেতে হবে আপনাদের বাড়ি বাড়ি।

সভায় আফরোজা খান রিতা আরও বলেন, “তারেক রহমান কোনো একক গোষ্ঠীর নেতা নন, তিনি ২০ কোটি মানুষের নেতা। দেশের মানুষের দুঃখ-কষ্টের কথা চিন্তা করেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়েছেন।” দেশে ফিরে এসেছেন। তার পিতা,মাতা ও ভাইকে হারিয়ে ধমে যাননি। তাই তারেক রহমানকে শক্তি শালি করার জন্য ধানের শীষে ভোট দিতে  হবে।

সাটুরিয়া কৃষক দলের আয়োজীত এ নির্বাচনী সভায় রিতা আরো বলেন, আমারা আজ সংগঠনের কথা বলব। এখানে ভোট চাইব না। আমি একটা কথা পরিস্কার করে বলতে চাই, যে নেতা কোন মানুষের ক্ষতি করবে, অভিযোগ প্রমানীত হলে তার বিরুদ্ধে তাকে ছাড় দেওয়া হবে না, প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সাটুরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি মো. বরকত মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, আফরোজা খানম রিতার পুত্র রাশিদ মাইনুল ইসলাম খান অন্ত ,রাশিদ সামিউল ইসলাম অর্ক,  অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিঃ সচিব কাজী জাহাঙ্গীর আলম বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন,  সাধারণ সম্পাদক আবুল বাশারসহ জেলা ও উপজেলা বিএনপি ও কৃষকদলের নেতাকর্মীরা।

আফরোজা খান রিতা আরো বলেন, “সভাপতি হওয়ার জন্য লাফালাফি করা যাবে না। পদ একটি আমানত, ধানের শীষও আমানত। দায়িত্বে অবহেলা করলে কাউকে রাখা হবে না।” পরে তিনি বিভিন্ন পথ সভায় যোগদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে