কালীগঞ্জে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ পিএম
কালীগঞ্জে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কালীগঞ্জে বিএনপির উদ্যোগে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলার মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য হারুন অর রশিদ মোল্লা, বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট সাংবাদিক আনোয়ারুল ইসলাম রবি, সাবেক ছাত্রদল নেতা লুৎফুর রহমান লেন্টু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের প্রার্থী কোনো জোটের প্রার্থী নয়, তিনি বিএনপির মনোনীত প্রার্থী। যদি জোটের প্রার্থী হতেন, তবে প্রতীক অন্য কিছু হতো। ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক এবং এটি বিএনপির প্রতীক।

তিনি আরও বলেন, বিএনপি’র কমিটিতে থাকবেন, আবার বাইরে গিয়ে ভোট দেবেন, এমন সুযোগ নেই। যারা আজ এই মতবিনিময় সভায় উপস্থিত হয়েছেন, ভবিষ্যতে বিএনপি অবশ্যই তাদের মূল্যায়ন করবে। যারা আজ আসেননি, তাদের প্রতি আহ্বান থাকবে আগামীকালের জনসভায় যোগ দেওয়ার।

এ সময় তিনি দলীয় শৃঙ্খলার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন,  যারা বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার চিন্তা করছেন, তাদের বিএনপি করার প্রয়োজন নেই। তিনি উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনের আন্দোলন ও নির্বাচনী লড়াই সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থী রাশেদ খানকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে