শেরপুর-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ১১:০২ এএম
শেরপুর-৩ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী আমিনুল

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম । তিনি ‘মোটরসাইকেল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। মঙ্গলবার বিকালে ময়মনসিংহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশে দলের চেয়ারম্যানের নির্দেশে এ ঘোষণা দেন তিনি। ফেসবুকের এক ভিডিওতে দেখা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশাসহ তার কয়েকজন অনুসারীদের। ভিডিওতে স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বলেন, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ভোটার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি একজন বিএনপির লোক আমি সবসময় বলেছি। আমি কখনো এমপি নির্বাচন করার ইচ্ছা পোষণ করিনি। যায় হোক, মাহমুদুল হক রুবেল সাহেবের দুরত্বের কারণে আজকে আমি এ অবস্থানে এসেছি। আমার জন্যে অনেকে চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। আজকের দেশনায়ক আগামী দিনের প্রধানমন্ত্রী আমাদের পার্টির চেয়ারপার্সন তারেক রহমান  তার একজন লোকের মাধ্যমে আমাকে ময়মনসিংহ আসার জন্যে বলেন, আমি সেখানে আসি। আমাকে অভূত সম্মান দেখিয়েছেন, আমাকে মঞ্চে উঠানো হয়েছে। ওই ভিডিতে বাদশা আরও বলেন, পরে তার বুলেটপ্রুফ গাড়িতে আমাকে উঠিয়ে, ওনি আমার হাত ধরে  মাহমুদুল হক রুবেলকে বলেছেন, ওনি সিনিয়র লোক, ওনাকে মেনে চলবা, ওনার নির্দেশনায় চলবা, ওনার সম্পর্কে জানা আছে, এ ভুল যেন আর না হয়। পরবর্তীতে (তারেক রহমান) বলেছেন, দল ক্ষমতায় যাক আর না যাক, আমি আপনার পাশে থাকব। আবারও ঝিনাইগাতী-শ্রীবরদী উপজেলার আপামর জনতার কাছে অনুরোধ জানাই, আমার অপরাধটুকু দোয়া করে ক্ষমা করে দিবেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসতে বাধ্য হয়েছি। আমি ধানের শীষে ভোট দিব, সবাইকে ধানের শীষে ভোট আহ্বান জানান তিনি।