নোয়াখালী-২ ( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনে নির্বাচনী আচরনবিধি লংঘনের অপরাদে সেনবাগে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) অর্থ দন্ড করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটর দায়িত্ব প্রাপ্ত সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগম। মঙ্গলবার ২৭ জানুয়ারি সেনবাগে সড়ক বন্ধ করে সভা করে আচরন বিধি লংঘনের দায়ে জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) শাপলাকলির প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়াকে ২ হাজার টাকা জরিমানা করে। এরআগে নির্বাচন কমিশন নিধারিত ব্যানার ব্যবহার করায় ধানের শীষ মার্কার প্রার্থী জয়নুল আবদিন ফারুক নিকট থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা সহকারী কমিশনার ভূমি নুর পেয়ারা বেগমের আদালত ওই জরিমানা আদায় করা হয়। রাত ৮ টার সময় সেনবাগ উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।